আসছে ইউটিউবের নতুন ‘প্লে সামথিং’ বাটন!

পঠিত হয়েছে: 18 বার
আসছে ইউটিউবের নতুন ‘প্লে সামথিং’ বাটন!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব, যা এখন গুগলের অধীনে পরিচালিত হচ্ছে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন একটি ফিচার নিয়ে আসছে। নতুন ফিচারটি হল ‘প্লে সামথিং’ বাটন, যা ইউটিউবের ইউজার ইন্টারফেসে যুক্ত হবে। এটির মাধ্যমে ব্যবহারকারীরা শর্টস বা সাধারণ ভিডিও দেখতে পারবেন এক ক্লিকেই।

টেক বিশেষজ্ঞদের মতে, ‘প্লে সামথিং’ বাটনটি কালো-সাদা টেক্সটে প্রদর্শিত হবে এবং এটি ক্লিক করলে ইউটিউব শর্টস প্লেয়ারে বা সাধারণ কনটেন্টে ভিডিও শুরু হবে। ব্যবহারকারীরা ভিডিও দেখা ছাড়াও লাইক, ডিসলাইক, কমেন্ট এবং শেয়ার করার সুবিধাও পাবেন। তবে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফিচারটি আপাতত শুধুমাত্র মোবাইল ব্যবহারকারীদের জন্য থাকবে।

এই নতুন ফিচারের সাথে আরো কিছু নতুন আপডেট যোগ করেছে গুগল। এর মধ্যে রয়েছে, প্লে লিস্টের থাম্বনেইল থেকে স্লিপ টাইমার, মিনি প্লেয়ার পুনরায় ডিজাইন করা ইত্যাদি।

এছাড়া, ইউটিউব নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, যা হলো ক্লিকবেট কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ইউটিউব জানায়, অনেক কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ থাম্বনেইল ও হেডলাইন ব্যবহার করে দর্শকদের আকর্ষণ করেন, কিন্তু ভিডিওটির ভিতরে সেই থাম্বনেইল বা হেডলাইন সম্পর্কিত কোনো তথ্য থাকে না। ইউটিউব এসব কনটেন্ট এখন থেকে মুছে ফেলবে।

সম্পর্কিত পোস্ট