বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে একাদশ থেকে ছিটকে যাওয়ায়, মিরাজ এবার টেস্ট সিরিজে অধিনায়কত্ব করছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিয়ে মিরাজ বলেন,
"অবশ্যই খুবই ভালো লাগছে। দেশের জন্য ৫০ টেস্ট খেলা অনেক বড় অর্জন। এটি যেন স্মরণীয় হয়, সেই চেষ্টাই থাকবে।"
ম্যাচের ভেন্যু অ্যান্টিগার স্মৃতিচারণ করে মিরাজ জানান,
"আগেরবার আমরা এখানে ভালো খেলতে পারিনি। এবার নতুন উদ্যম নিয়ে এসেছি। আমাদের ১০ দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ অনেক কাজে লাগবে। দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।"
ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই সেরাটা দিতে দল প্রস্তুত বলে মনে করেন অধিনায়ক মিরাজ। অ্যান্টিগায় আগের দুঃখ ভুলে এবার ভালো ফলাফলের আশায় রয়েছে পুরো বাংলাদেশ দল।