নেইমারের নামের সাথে ইনজুরি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। চোট কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান এই তারকার। সান্তোসের হয়ে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে মাঠে নেমে মাত্র ৩০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি নেইমার জুনিয়র।
ধারণা করা যাচ্ছে, বাঁ ঊরুতে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটই আবার ভোগাচ্ছে নেইমারকে। ম্যাচের ৩৪ মিনিটে চোটের কারণে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। এসময় তার দল সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল।
প্রায় বছরখানেক চোটের জন্য মাঠের বাইরে ছিলেন নেইমার। চোট কাটিয়ে অবশেষে একাদশে ফিরেছিলেন তিনি। তার জন্য এই ম্যাচটি ছিলো বিশেষ তাৎপর্যপূর্ণ। সান্তোসের জার্সিতে ভিলা বেলমিরোতে এটি ছিল তার শততম ম্যাচ। সেই ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে। তবে সব আনন্দ, উচ্ছ্বাস ৩০ মিনিটেই রূপ নেয় হতাশায়।
গত মার্চে জাতীয় দল ও সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে চোটের কারণেই খেলতে পারেননি নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে গুরুতর চোট পান তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলালের হয়ে কিছু ম্যাচ খেললেও নভেম্বরেই আবার মাঠ থেকে ছিটকে যান চোটের কারণে। ফলে ১৮ মাসে আল হিলালের হয়ে ম্যাচ খেলতে পেরেছেন মাত্র ৭টি।
এ বছর জানুয়ারিতেই ফ্রি এজেন্ট হিসেবে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে ক্লাব বদলালেও চোট পিছু ছাড়েনি। তবে সান্তোস ক্লাব নেইমারের পাশে রয়েছে। এ সম্পর্কে ক্লাবটির এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, 'প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।'