এবারের অস্কারের সঞ্চালক কোনান ও’ব্রায়েন

পঠিত হয়েছে: 9 বার
এবারের অস্কারের সঞ্চালক কোনান ও’ব্রায়েন

আগামী বছরের মার্চে হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর আসর। এই আসরে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে থাকছেন আমেরিকান টিভিতারকা কোনান ও’ব্রায়েন। গত শুক্রবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও বিল ক্রেমার ও সভাপতি জ্যানেট ইয়াং নতুন সঞ্চালকের নাম ঘোষণা করেছেন।

ও’ব্রায়েন কে উপস্থাপক হিসেবে পেয়ে অস্কার আয়োজন কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার বলেন, ’আমরা রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি, অতুলনীয় কোনান ও’ব্রায়েন আমাদের আগামী অস্কার উপস্থাপনা করছেন। আমাদের বিশ্বব্যাপী সিনেমার এই উদ্‌যাপন তিনিই এগিয়ে নেবেন।

তাঁর প্রতিভাদীপ্ত রসবোধ, সিনেমার প্রতি তাঁর ভালোবাসা এবং লাইভ টেলিভিশন অনুষ্ঠানের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে দারুণভাবে সংযুক্ত করবে।’ ৬১ বছর বয়সী কোনান ও’ব্রায়েন পাঁচবারের এমিজয়ী কমেডিয়ান।

পাশাপাশি ‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’, ‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’ ও ‘কোনান’ অনুষ্ঠানগুলো সঞ্চালনা করে তিনি সারা বিশ্বেই খ্যাতি অর্জন করেছেন। এবারের অস্কার অনুষ্ঠান উপস্থাপনা সম্পর্কে তিনি বলেন, ’আমেরিকা এটিই দাবি করেছিল এবং এখন এটিই ঘটছে। আমি অস্কার সঞ্চালনা করতে যাচ্ছি।

সম্পর্কিত পোস্ট