বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেছেন ২৯ বছর বয়সী এই গায়ক।
বিয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে ভক্তদের সুখবর দিয়েছেন আরমান মালিক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে তিনি লিখেন, ’তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’।
আরমান মালিকের শেয়ার করা পোস্টে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ’কি ব্যাপার, মন জয় করে নিয়েছেন।’ আরেকজন বলেন, ’বিয়ের জন্য শুভকামনা।’ এছাড়া অনেক অনুরাগী ও তারকারা ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন।
এছাড়া, ২০২৩ সালের আগস্ট মাসে প্রেমিকা আশনা শ্রফকে প্রপোজ করেছিলেন আরমান মালিক। কিছুদিন পর প্রেমিকার জন্য প্রকাশ করেন বিশেষ গান ‘কসম সে- দ্য প্রপোজাল’। কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে বাগদানও সম্পন্ন করেন তারা।