গত ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় লিভারপুল ও এভারটনের মধ্যে প্রিমিয়ার লিগের অত্যন্ত প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ক্লাবই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়টি নিশ্চিত করেছে।
লিভারপুল ক্লাব তাদের এক বিবৃতিতে জানায়, "আজ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।" অপরদিকে, এভারটন তাদের বিবৃতিতে জানায়, "বিরূপ আবহাওয়ার কারণে মার্সিসাইড ডার্বির ম্যাচটি স্থগিত করা হয়েছে।"
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু লিভারপুল-এভারটন ম্যাচই নয়, কার্ডিফ-ওয়াটফোর্ড ও প্লেমাউথ-অক্সফোর্ডের ম্যাচও স্থগিত করা হয়েছে। প্রিমিয়ার লিগের পাশাপাশি লিগ ওয়ানে ব্রিস্টল রোভার্স ও বোল্টন ওয়ান্ডারার্সের ম্যাচও বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।